রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা চায় বিজিএমইএ

সংবাদ সম্মেলনে বিজিএমইএ নেতৃবৃন্দ। ছবি: বিজিএমইএ

তৈরি পোশাক রপ্তানিতে চলমান প্রবৃদ্ধি ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা চায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। শনিবার (১০ সেপ্টেম্বর) বিজিএমইএ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি ফারুক হাসান।মেড ইন বাংলাদেশ উইক’ উপলক্ষে রাজধানীর উত্তরায় বিজিএমইএর নিজস্ব ভবনে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

বিজিএমইএ সভাপতি বলেন, দুই মাস ধরে আমরা লক্ষ করছি, ক্রয়াদেশ কমছে। আমাদের অন্যতম রপ্তানিবাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে মূল্যস্ফীতি ও মন্দার কারণে আগামী মৌসুমের জন্য ক্রয়াদেশ ২০-৩০ শতাংশ কম এসেছে। ফলে আগামী মাসগুলোতে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক হতে পারে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে পোশাক রপ্তানিতে ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। শেষ পর্যন্ত ১৫ শতাংশ প্রবৃদ্ধি করতে পারলেই আমরা খুশি হব।

গ্যাস-বিদ্যুতের সংকট নিয়ে ফারুক হাসান বলেন, এতে পোশাকশিল্পে ব্যয় দুভাবে বাড়ছে। বিদ্যুতের অপ্রতুলতার কারণে কারখানাগুলোকে ডিজেল জেনারেটর দিয়ে উৎপাদন চালাতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে।

এ সময় রপ্তানিমুখী শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি করেন বিজিএমইএর সভাপতি। একই সঙ্গে উৎসে কর ১ শতাংশের পরিবর্তে গত অর্থবছরের মতো দশমিক ৫০ শতাংশ করার কথা বলেন তিনি।

গত চার দশকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অবদান আন্তর্জাতিক মহলে তুলে ধরতে বিজিএমইএ ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ যৌথভাবে সাত দিনব্যাপী মেড ইন বাংলাদেশ উইক আয়োজন করতে যাচ্ছে। পোশাকশিল্পকে নিয়ে এ ধরনের আয়োজন এবারই প্রথম। ১২ নভেম্বর থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে হবে মূল আয়োজন। সেখানে ৩৭তম আইএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন, তিন দিনব্যাপী ঢাকা অ্যাপারেল সামিট, বাংলাদেশ অ্যাপারেল এক্সপোজিশন, দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো, ফ্যাশন শোসহ বিভিন্ন আয়োজন থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here