চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা নিলাম অযোগ্য পণ্য ধ্বংসের কার্যক্রম শুরু

নিলাম অযোগ্য পণ্য ধ্বংস করতে মাটি চাপা দেওয়া হচ্ছে

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা নিলাম অযোগ্য পণ্যের খালাস কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর থেকে চট্টগ্রামের আউটার রিং রোড সংলগ্ন হালিশহরের আনন্দবাজারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনের পাশের একটি খালি জায়গায় গর্ত খুঁড়ে এসব পণ্য ধ্বংস করা হচ্ছে।

প্রথম দিন ধ্বংস করা হয়েছে ৩০টি কন্টেইনার পণ্য। এই কার্যক্রম চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। এবার মোট ৩৮২ কনটেইনার পণ্য ধ্বংস করা হবে। এর আগে ৬৩টি কনটেইনারে থাকা পণ্য ধ্বংস করা হয়েছিল।

কাস্টম হাউস চট্টগ্রাম জানিয়েছে, প্রতিদিন ২৫ থেকে ৩০টি কনটেইনার পণ্য ধ্বংস করার পরিকল্পনা আছে। তবে কেমিক্যাল জাতীয় পণ্য সিলেটে ধ্বংস হবে।

বিদেশ থেকে আনা এসব কনটেইনার ভর্তি পণ্য নির্দিষ্ট সময়ে খালাস নেয়নি আমদানিকারকরা। নিয়ম অনুযায়ী আমদানি পণ্য ৩০ দিনের মধ্যে খালাসের নির্দেশ দিয়ে নোটিস দেয়া হয়। নোটিস দেওয়ার ১৫ দিনের মধ্যে পণ্য খালাস না নিলে সেসব পণ্য নিলামে তোলে কাস্টম হাউস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here