নেদারল্যান্ডসে গ্রিন অ্যামোনিয়া হাব তৈরির উদ্যোগ ভেস্তা-ইউনিপারের

নেদারল্যান্ডসের ভ্লিসিনজেনে অবস্থিত ভেস্তা টার্মিনালসের বিদ্যমান জ্বালানি সংরক্ষণাগারের সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে সেটিকে গ্রিন অ্যামোনিয়া হাবে পরিণত করা যায় কিনা, সেই সম্ভাব্যতা যাচাই করে দেখা হচ্ছে। এই প্রকল্পে ভেস্তার সঙ্গে যৌথভাবে কাজ করছে জার্মান এনার্জি জায়ান্ট ইউনিপার।

জ্বালানি খাতে ইউরোপের উত্তরাঞ্চলীয় দেশগুলোর রাশিয়া-নির্ভরতা কমানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ২০২৬ সাল নাগাদ হাবটি চালু করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে সেটি হবে বিশ্বের প্রথম গ্রিন অ্যামোনিয়া হাব।

ভেস্তা টার্মিনালের এই সংরক্ষণাগারের অবস্থান নেদারল্যান্ডসের তৃতীয় বৃহত্তম বন্দর পোর্ট অব ফ্লাশিংয়ের সন্নিকটে। এছাড়া শেল্ডট রিভার নেটওয়ার্কের মাধ্যমে এটি অ্যান্টওয়ার্প বন্দর ও উত্তর সাগরের সঙ্গেও সংযুক্ত রয়েছে। বর্তমানে এই সংরক্ষণাগারে ৬০ হাজার ঘনফুট অ্যামোনিয়া সংরক্ষণের উপযোগী শীতাতপনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here