সবুজ কারখানার স্বীকৃতি পেল আরও তিন পোশাক কারখানা

বাংলাদেশের আরও তিনটি তৈরি পোশাক কারখানাকে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। সোমবার (১২ সেপ্টেম্বর) তিনটি কারখানাই প্লাটিনাম রেটিং পেয়েছে। বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সবুজ কারখানার সনদ পাওয়া কারখানা তিনটি হলো, ফতুল্লা অ্যাপারেলস, শরাফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ এবং ডেবোনেয়ার অ্যান্ড অরবিটেক্স নিটওয়্যার লিমিটেড। নতুন তিন কারখানা নিয়ে দেশের পোশাক খাতে মোট পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো ১৭১টিতে।

সবুজ পোশাক কারখানা ভবনের হিসেবে বাংলাদেশ বিশ্বের শীর্ষ স্থানীয়। বাংলাদেশের ৫৩টি পোশাক কারখানা প্লাটিনাম রেটিং, ১০৪টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এছাড়া চারটি কারখানা কোনও রেটিং পায়নি, তবে সনদ পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here