এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রেড ফ্যাসিলিটেশন রোডম্যাপ বাস্তবায়ন জরুরি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রেড ফ্যাসিলিটেশন রোড ম্যাপ বাস্তবায়ন করা জরুরি এবং সেজন্য দেশের আমদানি-রপ্তানি ও বিনিয়োগ কার্যক্রম আরও সহজ করতে হবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) ৬ষ্ঠ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশেষ করে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) বাস্তবায়নের মাধ্যমে আমদানি-রপ্তানি এবং ট্রানজিটের ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস চালু করা প্রয়োজন। একইসাথে সীমান্ত বাণিজ্য সম্পর্কিত দপ্তরগুলো আধুনিকায়নের বিকল্প নেই। বিদ্যমান বাণিজ্য নীতি সংস্কারের প্রয়োজন হলে, সেটাও করতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৬ সালের পর প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদের। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের তৈরি হতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য এগিয়ে নিতে হলে বাণিজ্য যেমন সহজ করতে হবে, একইসাথে সুযোগ-সুবিধা বৃদ্ধি করার প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মাহফুজা আক্তার, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। সভা পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here