বিশ্বের শীর্ষ আমদানিকারক এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি অব্যাহতভাবে কমছে। বিশ্লেষকরা বলছেন, অঞ্চলটির খুচরা বাজারে তেলের দাম এখনও বেশ চড়া। এদিকে ঊর্ধ্বমুখী ব্যয় সামাল দিতে গিয়ে তেলের ব্যবহার কমাচ্ছে সংশ্লিষ্ট খাতগুলো। এই দুইটি বিষয়ের প্রভাবে জ্বালানি তেলের চাহিদা কমেছে এশিয়ায়।
চলতি মাসেও এশিয়ার তেল আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। রেফিনিটিভ অয়েল রিসার্চের দেওয়া তথ্যমতে, সেপ্টেম্বরের এখন পর্যন্ত এশিয়ার দেশগুলো দৈনিক গড়ে ২ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে।
চীনে বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ। এশিয়ার আমদানি পতনের পেছনে প্রধান প্রভাবক হিসেবে কাজ করছে তাদের আমদানি কমে যাওয়া। রেফিনিটিভের দেওয়া তথ্য বলছে, সেপ্টেম্বরে দেশটি দৈনিক প্রায় ৯১ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করছে, আগস্টে যার পরিমাণ ছিল দৈনিক ৯৫ লাখ ব্যারেল।