বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

বাংলাদেশকে চলতি অর্থবছরে ৫০ কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজারদরে এই সহায়তার পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের এডিবির সহায়তার তথ্য জানান। এর আগে তাঁর সাথে বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং সাক্ষাৎ করেন। পরিকল্পনামন্ত্রীর রাজধানীর শেরেবাংলা নগরের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এডিবির ঋণের সুদের হার শূন্য দশমিক ৫ শতাংশ। তিন বছর রেয়াতকালসহ ১৫ বছরে ঋণ পরিশোধ করতে হবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবিলার জন্য বাংলাদেশকে এই বাজেট সহায়তা দেওয়া হবে। হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো উন্নয়নে জরুরি একটি প্রকল্প নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে বৈশ্বিক অর্থনীতি অস্থিতিশীল, অনেক চ্যালেঞ্জও আছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ভালো করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here