আরও তিনটি জাহাজ বিক্রি করছে কনকর্ডিয়া

আর্থিক সংকটের মধ্যে থাকা কনকর্ডিয়া মেরিটাইম আরও তিনটি জাহাজ বিক্রির কথা জানিয়েছে। এই বিক্রির ফলে তাদের বহরে প্রডাক্ট ট্যাংকারের সংখ্যা চারটিতে নেমে আসবে।

সুইডেনভিত্তিক কনকর্ডিয়া দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ভুগছে। গত বছর কোম্পানিটি একটি রিফাইন্যান্সিং এগ্রিমেন্ট স্বাক্ষর করে, যার অধীনে আর্থিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে জাহাজ বিক্রি শুরু করে তারা। মূলত বর্তমানের চাঙ্গা বাজারে বর্ধিত মূল্যে জাহাজ বিক্রির সুবিধা নিচ্ছে কোম্পানিটি।

কনকর্ডিয়া জানিয়েছে, তারা তাদের ৬৫ হাজার ২০০ ডিডবিøউটির তিনটি প্রডাক্ট ট্যাংকার বিক্রি করবে। এগুলো হলো স্টেনা প্রিমর্স্ক, স্টেনা পারফরম্যান্স ও স্টেনা প্রোভেন্স। ২০০৬ সালে নির্মিত এই তিনটি জাহাজ কনকর্ডিয়ার বর্তমান বহরের সবচেয়ে পুরনো প্রডাক্ট ট্যাংকার। দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে এগুলো পরিচালিত হচ্ছিল।

কোম্পানিটি জানিয়েছে, জাহাজ তিনটির ক্রেতা ইউরোপভিত্তিক কোম্পানি। চলতি বছরের শেষ প্রান্তিকে এগুলো হস্তান্তরের কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here