টাইফুন মাফিয়ার আঘাত সাংহাইয়ে, শিপইয়ার্ডে নির্মাণাধীন ভেসেল ক্ষতিগ্রস্ত

টাইফুন মাফিয়ার আঘাতে চীনে চার জায়গায় ভূমিধস হয়েছে। এছাড়া সাংহাইয়ের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী উষ্ণমÐলীয় ঝড়ের আঘাতে সেখানকার একটি শিপইয়ার্ডে নির্মাণাধীন উইন্ড টার্বাইন ইনস্টলেশন ভেসেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাফিয়ার আঘাতে চীনে প্রথম ভূমিধস হয় ঝৌশানের নিকটবর্তী উপকূলে। এর কয়েক ঘণ্টার মাথায় সাংহাইয়ের ফেংজিয়ার ডিসট্রিক্টে দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, টাইফুনের প্রভাবে সাংহাইয়ে ঘণ্টায় ৯৫ মাইল গতিবেগের ঝোড়ো বাতাস ও ১৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানে। এছাড়া ঝড়ের প্রভাবে সেখানে আট ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বেলজিয়ামের ইয়ান ডে নুল গ্রুপ জানিয়েছে, সাংহাইয়ের নিকটবর্তী নানটোংয়ে অবস্থিত কসকো শিপিং শিপইয়ার্ডে তাদের জন্য একটি উইন্ড টার্বাইন ইনস্টলেশন জ্যাক-আপ ভেসেল নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে টাইফুনটি সরাসরি এই শিপইয়ার্ডে আঘাত হানে। শিপইয়ার্ড কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, ঝোড়ো বাতাস ও তীব্র ঢেউয়ের কারণে ভোল্টেয়ার নামের এই ভেসেলটি ক্ষতিগ্রস্ত হয়। গত জানুয়ারিতে লঞ্চিং সম্পন্ন হওয়া ৫৫৫ ফুট দীর্ঘ ও ২১ হাজার ৫০০ ডিডবিøউটির ভেসেলটি চলতি বছরের শেষ নাগাদ ইয়ান ডে নুলের কাছে হস্তান্তরের কথা ছিল।

সাংহাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রায় সাড়ে সাত হাজার ভেসেলকে ঝড় আঘাত হানার আগেই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। টাইফুন মাফিয়ার কারণে বিশ্বের বৃহত্তম কনটেইনার পোর্টের হ্যান্ডলিং ও বাংকারিং কার্যক্রম স্থগিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here