আবারও ট্রানজিট টোল বাড়ানোর ঘোষণা সুয়েজ খাল কর্তৃপক্ষের

আরেক দফা ট্রানজিট টোল বাড়ানোর ঘোষণা দিল সুয়েজ খাল কর্তৃপক্ষ (এসসিএ)। সম্প্রতি এক বিবৃতিতে তারা জানিয়েছে, আগামী বছরের জানুয়ারি থেকে ড্রাই বাল্ক শিপ ও প্রমোদতরী ব্যতীত সব ধরনের জাহাজের ট্রানজিট ফি ১৫ শতাংশ বাড়বে। আর ড্রাই বাল্ক ক্যারিয়ার ও প্রমোদতরীগুলোর জন্য ফি বাড়বে ১০ শতাংশ।

চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো ট্রানজিট টোল বাড়ানোর ঘোষণা দিল এসসিএ। বৈশ্বিক বাণিজ্য বেড়ে যাওয়ায় সুয়েজ খালের ওপর চাপও বাড়ছে-এই যুক্তি দেখিয়ে গত ফেব্রুয়ারি ও মার্চে দুই দফায় টোল বাড়ায় তারা। এসসিএর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওসামা রাবি বলেছেন, ‘টোল নির্ধারণের ক্ষেত্রে সুয়েজ খাল কর্তৃপক্ষ সবসময় বাজারকেন্দ্রিক নীতি অনুসরণ করে। বৈশ্বিক অর্থনীতির গতি যেমন হবে, সেই অনুযায়ী টোলের হারও ওঠানামা করবে।’

এসসিএ আশা করছে, নতুন টোল হার কার্যকর হলে তাদের বার্ষিক রাজস্ব আয় ৭০ কোটি ডলার বেড়ে যাবে। সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে (জুলাই, ২০২১-জুন, ২০২২) কর্তৃপক্ষ রেকর্ড ৭০০ কোটি ডলার আয় করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here