চার জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী

ডুবে যাওয়া বোটের উদ্ধারকৃত চার জেলে

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গর এলাকায় বাণিজ্যিক জাহাজের সাথে ধাক্কা খেয়ে ডুবে যাওয়া বোটের চার জেলের সবাইকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (১৭ সেপ্টেম্বর) এমভি আন্দ্রোমেদার সাথে ধাক্কা খেয়ে লবণবাহী মায়ের দোয়া নামক একটি নৌকা ডুবে যায়। নৌবাহিনীর অ্যান্টি স্মাগলিং টিম খবর পেয়ে দুটি হাইস্পিড বোটে ওই স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করে সবাইকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন মো. নুরুল আলম (৫০), সাদ্দাম (২০), রহিম মোল্লা (২০) ও নয়ন সিদ্দিক (২১)। এরা সবাই কক্সবাজার এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে বাংলাদেশ নৌবাহিনী। পরে পতেঙ্গা আরআরবিতে উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আইএসপিআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here