লেবাননের বিদ্যুৎকেন্দ্রগুলোকে সচল রাখার কাজে সহায়তার জন্য দেশটিতে জ্বালানি তেল সরবরাহ করতে সম্মত হয়েছে ইরান। বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাস সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, এক-দুই সপ্তাহের মধ্যেই জ্বালানি ভর্তি কয়েকটি জাহাজ লেবাননে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে ইরান।
জ্বালানি সহায়তার বিষয়ে আলোচনার জন্য লেবাননের একটি প্রতিনিধি দলের ইরানে অবস্থানের মধ্যে এই বিবৃতি দিল দূতাবাস। অবশ্য লেবাননের জ্বালানি মন্ত্রণালয়ের এক মুখপাত্রের কাছে এর সত্যতা জানতে চাইলে তিনি বলেন, দেশের পক্ষ থেকে যেকোনো উপহার এলে তা সাদরে গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এর আগে চলতি মাসের শুরুতে লেবাননের সরকারি দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, ইরানের জ্বালানি খাতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। লেবানন যদি ইরানের কাছ থেকে তেল কেনে, তাহলে যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝামেলা এড়াতে লেবাননের কাছে তেল বিক্রি নয়, বরং উপহার হিসেবে দেওয়ার প্রস্তাব করেছে ইরান।
দূতাবাস জানিয়েছে, কেবল জ্বালানি তেল সরবরাহই নয়, এর পাশাপাশি লেবাননে নতুন একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও ইলেকট্রিক্যাল পাওয়ার নেটওয়ার্ক সংস্কারের বিষয়েও বৈরুত ও তেহরানের মধ্যে কথা হচ্ছে।
গত কয়েক দশক ধরেই জ্বালানি সংকটে ভুগতে হচ্ছে লেবাননকে। তবে ২০১৯ সালের পর তেল আমদানিতে আরও ভাটা পড়ার পর দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোকে সচল রাখা কঠিন হয়ে পড়েছে।