দেশের ইস্পাত শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণকে সামনে রেখে দুইদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ইস্পাত সম্মেলন। ‘থার্ড স্টীল অ্যান্ড র’ ম্যাটেরিয়াল কনফারেন্স’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে স্টীলমিন্ট।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে এ সম্মেলন শুরু হয়েছে। দেশি-বিদেশি ৩৪টি ইস্পাত উৎপাদনকারী ও খাত সহায়ক শিল্প প্রতিষ্ঠানের স্টল রয়েছে সম্মেলনে।
সম্মেলনের উদ্বোধন করেন পিইএচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান। এরপর বক্তব্য রাখেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসেন আকবরআলী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘ইস্পাত শিল্পের বৈশ্বিক পরিবর্তন এবং বাংলাদেশে এর প্রভাব’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম ও ইস্পাত খাতের আন্তর্জাতিক পরামর্শক রাজেশ আগারওয়াল।

বাংলাদেশের বিএসআরএম, পিএইচপি ফ্যামিলি, কেওয়াই স্টিল, এইচএম স্টিল, আনোয়ার ইস্পাত, সালাম স্টিল, জেডএসআরএম, ভারতের টাটা গ্রুপ, রাঘব প্রোডাক্ট, জাপানের মিটস্যুই, কোরিয়ার কোবেস্টিল, হুন্দাই স্টিল, জার্মানির এসএমএস গ্রুপ, ইলেক্ট্রোথাম, ইন্ডাকট্রোথামের স্টলসহ
৩৪টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে সম্মেলনে। এসব স্টলে পণ্য ও সেবা তুলে ধরার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করছেন বিভিন্ন দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।