এলএনজি রপ্তানি কমাবে অস্ট্রেলিয়া

স্থানীয় বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ বাড়ানোর দিকে নজর দিয়ে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে তারা বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির রপ্তানিতে লাগাম টানার পরিকল্পনা করছে।

এদিকে গত মাসে এলএনজি রপ্তানি থেকে রেকর্ড আয় করেছে অস্ট্রেলিয়া। বাজার পরামর্শক প্রতিষ্ঠান এনার্জিকোয়েস্টের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগস্টে এলএনজি রপ্তানি খাতে দেশটির আয় হয়েছে ৫০০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৮ শতাংশ বেশি। জুলাইয়ে এই আয়ের পরিমাণ ছিল ৪৭৫ কোটি ৫৭ লাখ ৮১ হাজার ৩০০ ডলার।

এনার্জিকোয়েস্টের তথ্য অনুযায়ী, আগস্টে ৬৬ লাখ ৬০ হাজার টন এলএনজি রপ্তানি করেছে অস্ট্রেলিয়া। এক মাসের ব্যবধানে রপ্তানি বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here