ভৌত অবকাঠামোয় ভালো অবস্থানে বাংলাদেশ

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ভৌত অবকাঠামোতে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। তবে সবচেয়ে পিছিয়ে আছে ডিজিটাল উদ্যোগের পরিপূরক সংস্কৃতির ক্ষেত্রে।

একই প্রতিবেদনে এশিয়ার অধিকাংশ দেশের অর্থনীতি ডিজিটাল উদ্যোগের জন্য এখনো প্রস্তুত নয় বলা হয়েছে। এই অঞ্চল ভৌত অবকাঠামোতে এগিয়ে থাকলেও জ্ঞানের দিক থেকে এখনো অনেকটা পিছিয়ে। অথচ ডিজিটাল উদ্যোগের ক্ষেত্রে জ্ঞানই মূল পুঁজি।

প্রতিবেদন প্রণয়নের জন্য এডিবি আটটি সূচক প্রণয়ন করেছে। এই আটটি সূচকের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে কম নম্বর পেয়েছে সংস্কৃতি ও অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানবিষয়ক সূচকে, যা মাত্র ২.১। সবচেয়ে বেশি নম্বর পেয়েছে ভৌত অবকাঠামোর সূচকে, ৩২ দশমিক ১।

‘এশিয়ার উন্নয়নবিষয়ক পূর্বাভাস’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, শুধু বাংলাদেশ নয়, এশিয়া অঞ্চলের প্রায় সব দেশ ‘সংস্কৃতি ও অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান’ শীর্ষক সূচকে পিছিয়ে আছে। এর অর্থ হলো, উদ্যোগের বিষয়ে এই অঞ্চলের মানুষ নেতিবাচক। অর্থাৎ সামাজিক মর্যাদা ও ক্যারিয়ার বাছাইয়ের বিষয়ে মানুষ উদ্যোগকে ভালো চোখে দেখে না। বাংলাদেশের মানুষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

মূল প্রবন্ধে এডিবির জ্যেষ্ঠ বিশেষজ্ঞ সু চ্যান হং বলেন, আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ডিজিটাল উদ্যোক্তারা বড় ভূমিকা রাখতে পারেন। সে জন্য ডিজিটাল উদ্যোক্তাদের জন্য বিশ্বমানের ডিজিটাল পরিবেশ তৈরি করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here