বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের সাথে সমঝোতা স্মারক সই

চট্টগ্রাম চেম্বারের সাথে যুক্তরাজ্যের পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সমঝোতা স্মারক সই

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং যুক্তরাজ্যের পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সহায়তা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতার লক্ষ্যে এ স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন বলেন, দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে অবস্থিত। এ বন্দর দিয়ে পরিচালিত হয় দেশের ৯০ শতাংশের অধিক আমদানি-রপ্তানি কার্যক্রম। এখানে গড়ে তোলা হচ্ছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগর। ওয়ান টাউন টু সিটি গড়ে তোলা হচ্ছে কর্ণফুলী টানেলকে ঘিরে। তাই ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাজা আলী বলেন, বন্দর সুবিধার ফলে দুই অঞ্চলের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে একটি ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠবে।

এ সময় পোর্টস মাউথে উন্মুক্ত বন্দর ব্যবস্থার সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশি বিনিয়োগকারীদের সেখানে বিনিয়োগের আহ্বান জানান রাজা আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here