যুক্তরাষ্ট্রের মেরিটাইম একাডেমিগুলোর জন্য নির্মাণ হচ্ছে পাঁচটি প্রশিক্ষণ জাহাজ

যুক্তরাষ্ট্রের যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের (এমএআরএডি) একটি প্রকল্পের অধীনে পাঁচটি নতুন ন্যাশনাল সিকিউরিটি মাল্টি-মিশন ভেসেল (এনএসএমভি) নির্মাণ করা হচ্ছে, যেগুলো দেশটির বিভিন্ন রাজ্যের মেরিটাইম একাডেমিগুলোয় ট্রেনিং শিপ হিসেবে ব্যবহার করা হবে। সম্প্রতি এই পাঁচটি এনএসএমভির প্রথমটি পানিতে ভাসানো হয়েছে। এম্পায়ার স্টেট সেভেন নামের জাহাজটি নির্মাণ করেছে ফিলি শিপইয়ার্ড।

আগামী বছর জাহাজটি নিউইয়র্কের সানি মেরিটাইম কলেজের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এটি কলেজের ছয় দশকের পুরনো ট্রেনিং শিপ এম্পায়ার স্টেট সিক্সের স্থলাভিষিক্ত হবে।

এমএআরএডির এই প্রকল্পের অধীনে ফিলি শিপইয়ার্ড প্রথম দুটি এনএসএমভি নির্মাণের কার্যাদেশ পায় ২০২০ সালে। পরের দুটির কার্যাদেশ দেওয়া হয় ২০২১ সালে। আর পঞ্চম ও চূড়ান্ত জাহাজটি নির্মাণের চুক্তি হয়েছে চলতি বছর।

প্রতিটি এনএসএমভিতে প্রায় ৬০০ ক্যাডেট প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। প্রতিটি জাহাজে একটি ট্রেনিং ব্রিজের পাশাপাশি আধুনিক হাসপাতালের সুবিধা, একটি হেলিকপ্টার প্যাড ও জরুরি মানবিক প্রয়োজনে ১ হাজার মানুষের সংকুলানের ব্যবস্থা থাকবে। এছাড়া দুর্যোগকালীন সময়ে ত্রাণ পরিবহনের জন্য কনটেইনার স্টোরেজ ক্যাপাসিটি ও রো-রো সার্ভিসের সুবিধাও রয়েছে জাহাজগুলোয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here