ডেনমার্কের কর্তৃপক্ষ সম্প্রতি নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইনে একটি ফাটল শনাক্ত করেছে। দেশটির বর্নহোম দ্বীপের কাছে এই ফাটল শনাক্তের পর বাণিজ্যিক জাহাজগুলোকে সেই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে তারা।
কী কারণে এই ফাটল তৈরি হয়েছে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে জার্মানি আশঙ্কা করছে, এর পেছনে পরিকল্পিত কোনো নাশকতার ঘটনা থাকতে পারে। উল্লেখ্য, নর্ড স্ট্রিম হলো দুটি অফশোর গ্যাস পাইপলাইন, যার মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়।
ফাটলের কারণে দুটি পাইপলাইনেই গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর মধ্যে নর্ড স্ট্রিম টু লাইনে এই চাপ ১০৫ বার থেকে রাতারাতি ৭ বারে নেমে এসেছে।
ডেনিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্নহোম দ্বীপের কাছে বাল্টিক সাগরের বিশাল জায়গা জুড়ে বুদবুদ উঠতে দেখে তারা এই ফাটল শনাক্ত করেছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চল দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে বলে সতর্ক করে কর্তৃপক্ষ এর চারপাশে পাঁচ নটিক্যাল মাইল এলাকাজুড়ে সেফটি জোন ঘোষণা করেছে।