মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ)। বুধবার (২৮ সেপ্টেম্বর) বন্দর ভবনে কেক কাটা ও দোয়ার মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। কর্মচারী পরিষদের
সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোহাম্মদ আজিম। এ সময় বন্দরের পর্ষদ সদস্যগণ, পরিচালকগণ, বিভাগীয় প্রধান, উপবিভাগীয় প্রধানগণসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দেশের অব্যাহত কল্যাণ ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়।