সেলফ আনলোডিং সক্ষমতার ছয়টি জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন

ছয়টি জাহাজের নির্মাণ কাজের উদ্বোধন (কীল লেয়িং)

টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডে (টিএসএলএল) ছয়টি সেলফ আনলোডিং সক্ষমতার জাহাজের নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কন্ডায় দক্ষিণ পানগাঁও ইয়ার্ডে নির্মাণ কাজের (কীল-লেয়িং) উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টিএসএলএল এর ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডিরেক্টর ইয়াশা সোবহান।

সাফওয়ান সোবহান বলেন, এত অল্প সময়ের মধ্যে টিএসএলএল অত্যন্ত দক্ষতার সাথে পরিবেশ-বান্ধব একটি সুবিশাল গ্রীন ইয়ার্ড প্রতিষ্ঠা করেছে। যেখানে দেশের আঙ্গিনায় প্রথমবারের মতো এত বড় মাপের সেলফ-আনলোডিং জাহাজ নির্মাণ হচ্ছে। আগামী বছরের মাঝামাঝিতে এ জাহাজ অভ্যন্তরীণ নদীপথে পণ্য পরিবহনে সক্রিয় হবে। শিগগিরই আমরা আন্তর্জাতিক মানের জাহাজ রপ্তানি করব।

অনুষ্ঠানে শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here