টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডে (টিএসএলএল) ছয়টি সেলফ আনলোডিং সক্ষমতার জাহাজের নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কন্ডায় দক্ষিণ পানগাঁও ইয়ার্ডে নির্মাণ কাজের (কীল-লেয়িং) উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টিএসএলএল এর ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডিরেক্টর ইয়াশা সোবহান।
সাফওয়ান সোবহান বলেন, এত অল্প সময়ের মধ্যে টিএসএলএল অত্যন্ত দক্ষতার সাথে পরিবেশ-বান্ধব একটি সুবিশাল গ্রীন ইয়ার্ড প্রতিষ্ঠা করেছে। যেখানে দেশের আঙ্গিনায় প্রথমবারের মতো এত বড় মাপের সেলফ-আনলোডিং জাহাজ নির্মাণ হচ্ছে। আগামী বছরের মাঝামাঝিতে এ জাহাজ অভ্যন্তরীণ নদীপথে পণ্য পরিবহনে সক্রিয় হবে। শিগগিরই আমরা আন্তর্জাতিক মানের জাহাজ রপ্তানি করব।
অনুষ্ঠানে শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।