চুক্তির অধীনে সমুদ্রপথে ৫০ লাখ টন খাদ্যশস্য রপ্তানি ইউক্রেনের

ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের অধীনে এখন পর্যন্ত কৃষ্ণ সাগরীয় বন্দরগুলো দিয়ে ৫০ লাখ টন খাদ্যশস্য রপ্তানি করেছে ইউক্রেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

যুদ্ধ শুরুর আগে ইউক্রেন প্রতি মাসে বিশ্ববাজারে ৬০ লাখ টন খাদ্যশস্য রপ্তানি করত। কিন্তু রাশিয়া দেশটিতে সামরিক অভিযান শুরুর পর কৃষ্ণ সাগরীয় বন্দরগুলো অবরোধ করে রাখে। এতে সমুদ্রপথে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফেব্রæয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটি কেবল পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে স্থল ও রেলপথে স্বল্প পরিমাণ শস্য রপ্তানি করতে পেরেছে।

গত ২২ জুলাই তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় খাদ্যশস্য পরিবহনের সুযোগ দিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির অধীনে ১ আগস্ট প্রথমবারের মতো ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ২৬ হাজার টন ভুট্টা বোঝাই করে লেবাননের পথে যাত্রা করে রাজোনি নামের সিয়েরা লিওনের পতাকাবাহী একটি জাহাজ।

উল্লেখ্য, বৈশ্বিক গম সরবরাহে রাশিয়া ও ইউক্রেন গুরুত্বপূর্ণ অংশীদার। আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল এই দুই দেশের খাদ্যশস্য রপ্তানির ওপর অনেকাংশে নির্ভরশীল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here