দুর্গাপূজায় আমদানি-রপ্তানি ৪ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরে

বেনাপোল স্থলবন্দর

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ অক্টোবর রোববার থেকে ৫ অক্টোবর পর্যন্ত চারদিন আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ থাকবে। তবে এ সময় বেনাপোল শুল্কভবন ও বন্দরে পণ্য উঠানামা, খালাস এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, দুর্গাপূজার ছুটিতে চারদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে তাদের অবহিত করেছেন।

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এপারের বন্দরে পণ্য উঠানামা,খালাস ও পণ্যের শুল্কায়ন কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এই ছুটির সময় বেনাপোল বন্দরে পণ্য খালাসের পর ভারতীয় ট্রাক দেশে ফিরে যেতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here