জাপানের প্রথম বাণিজ্যিক অফশোর ফার্মের টার্বাইন স্থাপন সম্পন্ন

জাপানের আকিতা নোশিরো অফশোর উইন্ড ফার্মের ৩৩টি টার্বাইন স্থাপনের কাজ সম্প্রতি শেষ হয়েছে। ১৪০ মেগাওয়াট সক্ষমতার আকিতো নোশিরো জাপানের প্রথম বাণিজ্যিক অফশোর ফার্ম। শিগগিরই এটি কমিশনিং করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। চলতি বছরের শেষ নাগাদ বায়ুবিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

প্রকল্পটিতে প্রতিটি ৪ দশমিক ২ মেগাওয়াট সক্ষমতার মোট ৩৩টি ফিক্সড-বটম টার্বাইন স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২০ বসানো হয়েছে নোশিরো উপকূলে। বাকি ১৩টি টার্বাইন পড়েছে আকিতা অংশে। প্রকল্পটিতে ডেভেলপার হিসেবে কাজ করেছে আকিতা অফশোর উইন্ড (এওডব্লিউ) করপোরেশন। এটি জাপানি বহুজাতিক কোম্পানি মারুবেনির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম, যেখানে নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগকারীরাও যুক্ত রয়েছে।

কার্যক্রম শুরুর পর আকিতা নোশিরো জাপানের শীর্ষ চার বৃহত্তম বিদ্যুৎ কোম্পানির অন্যতম তোহোকু ইলেকট্রিক পাওয়ারের কাছে বিদ্যুৎ সরবরাহ করবে। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে ২০ বছর মেয়াদি একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর হয়েছে।

২০৩০ সাল নাগাদ অফশোর খাতে প্রায় ১০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে জাপানের। গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিলের তথ্য অনুযায়ী, ফিক্সড-বটম প্রকল্পে প্রায় ১২৮ গিগাওয়াট ও ফ্লোটিং উইন্ড প্রকল্পে প্রায় ৪২৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে জাপানের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here