পণ্য রপ্তানিতে শুল্ক হ্রাসে তুরস্কের প্রতি আহ্বান

তুরস্কের বাণিজ্যমন্ত্রী ড. মেহমুদ মুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান

পণ্য রপ্তানিতে শুল্ক হ্রাসে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান। তুরস্কের বাণিজ্যমন্ত্রী ড. মেহমুদ মুসের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে তিনি এ আহ্বান জানান। সম্প্রতি তুরস্কের রাজধানী আঙ্কারায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্য ৯০০ মিলিয়ন ডলারের হলেও তা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তবে পণ্যের বহুমুখীকরণ এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ-সংক্রান্ত কর ও শুল্ক প্রতিবন্ধকতা নিরসনের মাধ্যমে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরো সম্প্রসারণে দুদেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যকার যোগাযোগ আরও বাড়ানো প্রয়োজন।

বিশেষ করে বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ২৮টি হাই-টেক পার্কে বিনিয়োগে এগিয়ে আসার জন্য তুরস্কের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

তিনি আরও বলেন, বাংলাদেশে উৎপাদিত সিরামিক ও তৈরি পোশাক তুরস্কের বাজারে রপ্তানির ক্ষেত্রে যথাক্রমে ১৯ ও ১৭ শতাংশ হারে শুল্ক দিতে হয়। নির্ধারিত এ শুল্কহার কমানোর ওপর জোরারোপ করেন তিনি।

দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ এখনো আশানুরূপ নয় বলে উল্লেখ করেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ড. মেহমুদ মুস। তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নে আমাদের একযোগে কাজ করতে হবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ একটি উত্কৃষ্ট গন্তব্যস্থল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here