ডিজেলের দাম সমন্বয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের অনুরোধ

রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য ডিজেলের দাম সমন্বয় করার অনুরোধ করেছে ব্যবসায়ীরা। কারখানায় জেনারেটর ব্যবহারের জন্য কম দামে ডিজেল পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি চিঠি দিয়েছে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ।

সংগঠনটির সভাপতি ফারুক হাসান গত সপ্তাহে এ চিঠি দেন। চিঠিতে বলা হয়েছে, লোডশেডিংয়ের কারণে কারখানায় উৎপাদন কার্যক্রম সচল রাখতে তাঁরা জেনারেটর ব্যবহারে বাধ্য হচ্ছেন। এতে ডিজেল বেশি লাগছে। বিশ্ববাজারে ডিজেলের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয়ভাবে ডিজেলের মূল্য পুনর্নির্ধারণ করা হলে তৈরি পোশাকশিল্পসহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে।

জ্বালানি মন্ত্রণালয় গত আগস্টে প্রতি লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ডিজেলের দাম ১৩৪ টাকা নির্ধারণ করে। পরে প্রতি লিটারে পাঁচ টাকা কমানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here