অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন দৈনিক ২০ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ওপেক প্লাস। গতকাল বুধবার (৫ অক্টোবর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তেলের বাজারে নিজেদের আধিপত্য ও দাম ধরে রাখতে ওপেক প্লাস এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অপরিশোধিত তেল উৎপাদন কমানোর কথা বেশ কিছুদিন ধরেই বলে আসছিল ওপেক প্লাসের সদস্যরা। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা বারবার উৎপাদন না কমাতে অনুরোধ জানিয়েছিল। তবে সেই অনুরোধ রাখেনি ওপেক প্লাস।
বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়াও ওপেক প্লাসের অন্যতম সদস্য দেশ রাশিয়া।
এদিকে এই বৈঠকের আগেই বিশ্ববাজারে বেড়ে গেছে তেলের দাম। মঙ্গলবার প্রতি ব্যারেলে ৩ শতাংশের বেশি দর বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন কমানোর পদক্ষেপ তেলের বাজারে সরবরাহ কমিয়ে দেবে, যার নেতিবাচক প্রভাব পড়বে এর মূল্যে।