বিশ্বের সবচেয়ে নিরাপদ ও সবুজ পোশাক কারখানার দেশ বাংলাদেশ

সবুজ কারখানার স্বীকৃতি পাওয়া গাজীপুরের আমান টেক্সটাইল লিমিটেডের কারখানা। ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং সবুজ পোশাক কারখানার দেশ হিসেবে মর্যাদা পেয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিএস) তাদের সর্বশেষ প্রকাশনায় এই স্বীকৃতি দিয়েছে।

এতে বলা হয়, রপ্তানিমুখী তৈরি পোশাক উৎপাদনের নিরাপদ কর্মপরিবেশ হিসেবে অনেক ভালো অনুশীলন আছে বাংলাদেশে। একই সঙ্গে ইফেকটিভ ম্যানেজমেন্ট অব ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে সেরা হিসেবে পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ কে মনোনিত করা হয়েছে প্রকাশনায়।

বাংলাদেশের পোশাক খাত কিভাবে নিরাপদ এবং সবুজ কারখানার দেশে পরিণত হল তা জানাতে সংস্থার আয়োজনে অনুষ্ঠেয় এক ওয়েবিনারে বিষয়টি তুলে ধরতে বিজিএমইএর সভাপতি ফারুক হাসানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজিএমইএর এক বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়েছে। তবে এতে ওয়েবিনারের তারিখ জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here