৫৫ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি

প্রায় ৫৫ লাখ টন জ্বালানি তেল আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আগামী বছর এ তেল আমদানি করা হবে।

বুধবার সচিবালয়ে কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার সাংবাদিকদের এ তথ্য জানান।

কমিটির বৈঠকে বিপিসির পক্ষ থেকে ২০২৩ সালের জন্য মোট ৫৪ লাখ ৬০ হাজার টন তেল আমদানির প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে ১৬ লাখ টন অপরিশোধিত এবং ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত।

বৈঠক শেষে রাহাত আনোয়ার সাংবাদিকদের বলেন, বিপিসি সৌদি আরামকো এবং আবুধাবির কোম্পানি এডনকের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব দেয়। এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজার থেকে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে ২০২৩ সালের জন্য ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বিপিসির হিসাবে গত অর্থবছরে দেশে প্রায় ৬৭ লাখ টন জ্বালানি তেলের দরকার হয়। মোট চাহিদার মধ্যে দেশীয় উৎস থেকে প্রায় ৬ থেকে ৭ লাখ টনের চাহিদা মেটানো যায়। আর সরকারি পরিশোধন কোম্পানি ইস্টার্ন রিফাইনারিতে বছরে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি পরিশোধন করার সক্ষমতা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here