রিগ্যাসিফিকেশন প্লান্টগুলো সক্ষমতার শতভাগ পূর্ণ থাকার কারণে ইউরোপীয় উপকূলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস করতে পারছে না ক্যারিয়ারগুলো। এ কারণে উল্লেখযোগ্য সংখ্যক এলএনজি ক্যারিয়ারকে স্পেন ও ইউরোপীয় অন্যান্য দেশের উপক’লীয় সমুদ্রসীমায় অপেক্ষমান থাকতে হচ্ছে।
রাশিয়া থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ার ফলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে এলএনজির মতো জ্বালানির বিকল্প উৎসের সন্ধান করতে হচ্ছে ইউরোপকে। তবে একসঙ্গে বেশি সংখ্যক ক্যারিয়ার একসঙ্গে পৌঁছানোর কারণে অঞ্চলটিকে রিগ্যাসিফিকেশনের ক্ষেত্রে বিপাকে পড়তে হচ্ছে।