হাইড্রোজেন উৎপাদনে বড় বিনিয়োগ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

চলতি দশক শেষ হওয়ার আগেই শীর্ষ হাইড্রোজেন উৎপাদনকারী হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে চায় যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে খাতটিতে বড় অংকের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। সরকারি সূত্র অনুযায়ী, হাইড্রোজেন উৎপাদনে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে দেশটি। আর উৎপাদিত এই হাইড্রোজেনের প্রধান রপ্তানি গন্তব্য হবে জাপান।

বাইডেন প্রশাসনের জ্বালানি খাতবিষয়ক এক ঊর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি বলেন, ২০৩০ সাল নাগাদ হাইড্রোজেন গ্যাসের চাহিদা দাঁড়াবে ১ কোটি টন। এই চাহিদা মেটানোর লক্ষ্যে হাইড্রোজেন হাব গড়ে তুলবে যুক্তরাষ্ট্র। আর এর জন্য ৭০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার উদ্যোগ বাস্তবায়নে সরকারিভাবে ২ হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। একই সঙ্গে বেসরকারিসহ মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি ডলারে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here