চট্টগ্রাম চেম্বারের সাথে যুক্তরাজ্যের পোর্টিকো শিপিংয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রাম চেম্বারের সাথে যুক্তরাজ্যের পোর্টিকো শিপিংয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

যুক্তরাজ্যের পোর্টমাউথ প্রদেশের পোর্টিকো শিপিং লিমিটেডের সাথে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চট্টগ্রাম চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম এবং পোর্টিকো শিপিং লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক স্টিফেন উইলিয়ামস এমবিই এতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরকালে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, কিছু দিন আগে ইতালির রাভেনা বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি জাহাজ চলাচল চালু হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যসহ ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের সাথে রয়েছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য। নিঃসন্দেহে ওই অঞ্চলে কোনো বন্দরের সাথে সরাসরি জাহাজ চলাচল হলে অর্থ ও সময় উভয়ই সাশ্রয় হবে। যুক্তরাজ্যের পোর্টসমাউথের পোর্টিকা বন্দর যদি সুবিধাজনক হয়, তাহলে এই বন্দরের সাথে সরাসরি জাহাজ চলাচলের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

পোর্টিকো শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্টিফেন উইলিয়ামস এমবিই বলেন, পোর্টস মাউথ হচ্ছে একটি বেসরকারি উন্মুক্ত বন্দর। এই বন্দরের রয়েছে ওয়ান স্টপ সার্ভিস সুবিধা। যার মাধ্যমে পণ্য খালাস থেকে শুরু করে নির্দিষ্ট গন্তব্যে পণ্য ডেলিভারি সুবিধা দেওয়া হয়, যা অর্থ ও সময় সাশ্রয়ী। এসব সুবিধা কাজে লাগিয়ে সরাসরি জাহাজে করে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানি করা যাবে এবং এই বন্দর ওই অঞ্চলে বাংলাদেশের রপ্তানির ট্রানশিপমেন্ট হাব হতে পারে।

চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পোর্টিকো শিপিং লিমিটেডের বিজনেস কনসালট্যান্ট মাহবুব নূর ম্যাবস, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ভেনেসা শেরি, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক শাহেদ সরোয়ার ও কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের কনসালট্যান্ট ক্যাপ্টেন আমিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here