আগামীকাল (১ নভেম্বর) থেকে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কার্বন ইনটেনসিটি রুলস। আইএমও বলছে, নতুন এই বিধান সমুদ্র পরিবহন খাতকে কার্বনমুক্ত করার প্রচেষ্টায় ইতিবাচক ভূমিকা রাখবে। অবশ্য এমএসসি, মায়েরস্কসহ শিপিং খাতসংশ্লিষ্টরা বলছে, আইএমওর কার্বন ইনটেনসিটি ইনডেক্স (সিআইআই) বিধিবিধান ও এর শর্তগুলো মেনে চলবে তারা। তবে কিছু ক্ষেত্রে এই বিধানে পরিবর্তন আনা দরকার।
আইএমওর নতুন এই বিধান ও রেটিং সিস্টেম প্রণয়ন করা হয়েছে মারপোল রেগুলেশনে সংশোধনের মাধ্যমে। এর অধীনে এনার্জি এফিশিয়েন্সি রেটিং চালু করা হয়েছে। এটি কেবল যে নবনির্মিত জাহাজের ক্ষেত্রেই কার্যকর হবে, তা নয়। বরং এনার্জি এফিশিয়েন্সি এক্সিস্টিং শিপ ইনডেক্সের (ইইএক্সআই) আওতায় পুরনো জাহাজগুলোর কার্বন ইনটেনসিটিও নজরদারিতে রাখা হবে।