কনটেইনার পরিবহন চাহিদায় পতন দেখছে মায়েরস্ক

বিশ্বজুড়ে বাড়ছে মন্দার শঙ্কা। অর্থনৈতিক অনিশ্চয়তায় কমেছে ভোক্তা চাহিদা। এতে করে পরিবহন ও লজিস্টিকস খাতে দেখা দিয়েছে নিম্নমুখী প্রবণতা। ফলে চলতি বছরের জন্য কনটেইনার চাহিদার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেখানে কাটছাঁট করতে হবে। শিপিং জায়ান্ট মায়েরস্ক সম্প্রতি এমনটি জানিয়েছে।

কনটেইনার শিপিং বাজারের ১৭ শতাংশ হিস্যা রয়েছে মায়েরস্কের। তাদের আর্থিক অবস্থাকে পুরো বাজার পরিস্থিতি বিবেচনার অন্যতম মানদন্ড হিসেবে দেখা হয়। ফলে মায়েরস্ক যখন ব্যবসায় মন্দার কথা বলছে, তখন খাতটির অবস্থা কিছুটা হলেও আন্দাজ করা যায়।

মায়েরস্ক বলছে, চলতি বছর কনটেইনারের বৈশ্বিক চাহিদায় ২ থেকে ৪ শতাংশ পতন দেখা গেছে। অর্থনৈতিক মন্দার শঙ্কায় থাকা ২০২৩ সালেও ধারাবাহিকভাবে এমন পরিস্থিতিই বিরাজ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

জুন-সেপ্টেম্বর মেয়াদে মায়েরস্কের রাজস্ব আয় হয়েছে ২ হাজার ২৭৭ কোটি ডলার। তবে এ সময়ে প্রতিষ্ঠানটির কনটেইনার জাহাজীকরণের পরিমাণ আগের বছরের চেয়ে ৭ দশমিক ৬ শতাংশ কমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here