চীনে কার্যক্রম সম্প্রসারণ করছে ডিপি ওয়ার্ল্ড

নিজেদের কার্যক্রম চীনে সম্প্রসারণে মনোযোগ দিয়েছে বন্দর পরিচালনাকারী জায়ান্ট ডিপি ওয়ার্ল্ড। এরই অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব সাংহাইয়ের মুক্ত বাণিজ্য অঞ্চল লিন-গ্যাং এলাকায় লজিস্টিকস সার্ভিসের কাজ করতে আগ্রহী দুবাইভিত্তিক প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক বিবৃতিতে ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে, এখন থেকে তারা সাংহাই লিন-গ্যাংয়ের ইকোনমিক ডেভেলপমেন্ট গ্রুপের সঙ্গে কাজ করবে। ওয়ার্ল্ড লজিস্টিকস পাসপোর্ট (ডব্লিউএলপি) কর্মসূচির অধীনে এই কাজ করবে তারা।

সাংহাইয়ের লিন-গ্যাং মুক্ত বাণিজ্য অঞ্চলে টেসলা, চায়না ইন্টারন্যাশনাল মেরিটাইম কনটেইনারস, চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশন, ক্যাটারপিলারসহ ৪০ হাজারের বেশি কোম্পানি নিবন্ধিত রয়েছে।

তৃতীয় প্রান্তিকে বেড়েছে কনটেইনার হ্যান্ডলিং: চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ডিপি ওয়ার্ল্ডের। আলোচ্য সময়ে বিশ্বজুড়ে বিস্তৃত নিজেদের পরিচালনাধীন বন্দরগুলোয় মোট ২ কোটি ১ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে কোম্পানিটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেশি।

এক বিবৃতিতে ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় কনটেইনার পরিবহন বেড়েছে। এতে করে ডিপি ওয়ার্ল্ডের কনটেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যাও বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here