জ্বালানির বৈশ্বিক চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে ইআইএ

২০২৩ সালের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। প্রতিষ্ঠানটি বলছে, চাহিদা কমার প্রতিফলন হিসেবে ওপেক প্লাস এরই মধ্যে উত্তোলন লক্ষ্যমাত্রা দৈনিক ২০ লাখ ব্যারেল করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন কোম্পানিগুলোকে সরবরাহ না বাড়ানোর নির্দেশনা দিয়েছে।

নিজেদের শর্ট-টার্ম এনার্জি আউটলুক শীর্ষক প্রতিবেদনে ইআইএ ২০২৩ সালের জন্য জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধির পূর্বাভাস দৈনিক ৩ লাখ ২০ হাজার ব্যারেল কমিয়েছে। চাহিদার পরিমাণ ধরেছে দৈনিক ১১ লাখ ৬০ হাজার ব্যারেল।

ইআইএ মনে করছে, ২০২৩ সালের শুরুতেই অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক মজুদ ব্যাপক হারে কমতে শুরু করবে। প্রথম প্রান্তিকে মজুদ দৈনিক ১২ লাখ ব্যারেল করে কমবে বলে ধারণা সংস্থাটির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here