সিঙ্গাপুর-লস অ্যাঞ্জেলেস গ্রিন করিডোর স্থাপনের উদ্যোগ

সিঙ্গাপুর ও সান পেড্রো বে পোর্ট কমপ্লেক্সের মধ্যে একটি গ্রিন ও ডিজিটাল শিপিং করিডোর স্থাপনের বিষয়ে আলোচনা শুরু করেছে মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি অব সিঙ্গাপুর (এমপিএ), পোর্ট অব লস অ্যাঞ্জেলেস, পোর্ট অব লং বিচ ও সি৪০ সিটিজ ক্লাইমেট লিডারশিপ গ্রুপ। এই করিডোরে বাংকারিংয়ের ক্ষেত্রে স্বল্প নিঃসরণকারী অথবা নিঃসরণমুক্ত জ্বালানি গ্রহণ এবং এই ধরনের জ্বালানি গ্রহণকারী জাহাজগুলোর সহায়তায় ডিজিটাল টুলের ব্যবহার নিশ্চিত করা হবে।

সম্প্রতি শেষ হওয়া জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ২৭-এ ‘গ্রিন শিপিং চ্যালেঞ্জ’ শীর্ষক একটি কর্মসূচি গ্রহণ করা হয়, যার মূল লক্ষ্য হলো সরকার, বন্দর কর্তৃপক্ষ, ক্যারিয়ার, কার্গো মালিক ও অন্যান্য অংশীজনদের কার্বন নিঃসরণ কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করা। নতুন গ্রিন করিডোরটি এই কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here