আবারো শিপিং খাতে বড় বিনিয়োগ সহায়তা দক্ষিণ কোরিয়ার

একদিকে জাহাজে পণ্য পরিবহনের ভাড়া পড়তির দিকে, অন্যদিকে ২০২৩ সালে নতুন জাহাজ নির্মাণের কার্যাদেশ ব্যাপকহারে কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুই বিপর্যয় থেকে নিজেদের শিপিং খাতকে সুরক্ষা দিতে নতুন করে ২০০ কোটি ডলারের প্রকল্প ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার সরকার।

জাহাজনির্মাণ খাতে নতুন নতুন প্রযুক্তির সন্নিবেশ ঘটানো এবং ক্রমবর্ধমান শ্রমিক সংকট নিরসনে নীতিগত পরিবর্তনে সহায়তার লক্ষ্যে বিনিয়োগের ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মাথায় নতুন এই ঘোষণা দিল কোরীয় সরকার।

স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়া সরকার চায় না যে ২০১০-এর দশকের মাঝামাঝি সময়ের মতো আরেকটা সংকট নেমে আসুক শিপিং খাতে। এ কারণে সরকার প্রয়োজনীয় সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here