লাইটার জাহাজের শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর। প্রত্যাহারের পর চট্টগ্রাম থেকে নৌপথে পণ্য পরিবহন শুরু হয়েছে। শুক্রবার বন্দর ভবনে সাড়ে তিন ঘণ্টার ফলপ্রসূ বৈঠক শেষে সন্ধ্যায় নৌযান শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার এই ধর্মঘটের ডাক দেন শ্রমিকেরা। ‘সর্বস্তরের নৌযান শ্রমিকবৃন্দ’-এর ব্যানারে নগরের বাংলাবাজার এলাকায় এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। শুক্রবার সকাল ছয়টায় ধর্মঘট শুরু হয়।
পাঁচ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিলেও শ্রমিকদের মূল দাবি মূলত লাইটার জাহাজের শ্রমিকদের ওঠা-নামায় ব্যবহৃত চরপাড়া ঘাটের ইজারা বাতিল করা। বৈঠকে এ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে নৌযান শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলমসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।