কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ওয়েদার রুটিং টুল তৈরি করেছে বিএএস

সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজগুলোয় বহুল ব্যবহৃত ওয়েদার রুটিং টুল তৈরির সময় সাধারণত বরফাচ্ছন্ন জলপথের বিষয়টি মাথায় রাখা হয় না। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (বিএএস) গবেষকরা এই ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি রুট প্ল্যানিং টুল তৈরি করেছে, যেগুলো মেরুর বরফময় জলপথেও দ্রুততর ও সর্বোচ্চ জ্বালানিসাশ্রয়ী রুটের সন্ধান দেবে।
দক্ষিণ মহাসাগরের দুর্গম অঞ্চলে নিরাপদ ও কার্যকর নেভিগেশন নিয়ে কাজ করছে বিএএস। নিজেদের এই বিশেষ কার্যক্রমে সহায়তার লক্ষ্যেই টুলটি তৈরি করেছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here