আগামী পাঁচ বছরে উল্লেখযোগ্য মাত্রায় কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিপি ওয়ার্ল্ড। এ লক্ষ্য পূরণে ৫০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে দুবাইভিত্তিক পোর্ট অপারেটর প্রতিষ্ঠানটি।
মিসরে জলবায়ু সম্মেলন কপ২৭ চলাকালে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান বিন সুলায়েম বলেন, আগামী পাঁচ বছরে ডিপি ওয়ার্ল্ড কার্বন নিঃসরণ ২০২১ সালের তুলনায় সাত লাখ টন বা ২০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ ও বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করার লক্ষ্য রয়েছে ডিপি ওয়ার্ল্ডের।
২০২১ সালে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ডিপি ওয়ার্ল্ড আগামী ২০৪০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে ডিপি ওয়ার্ল্ডের।