ব্যবহার অযোগ্য ৭৩ কনটেইনারের পণ্য ধ্বংস করবে চট্টগ্রাম কাস্টম হাউস

চট্টগ্রাম কাস্টম হাউস

চট্টগ্রাম বন্দর দিয়ে বিভিন্ন সময় আমদানির পর খালাস না নেওয়ায় মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অযোগ্য হয়ে যাওয়া ৭৩টি কনটেইনারের পণ্য ধ্বংস করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। রোববার (১৩ নভেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মাহফুজ আলম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা স্থায়ী আদেশ অনুযায়ী গঠিত মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস কমিটির ২৫ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭৩টি কনটেইনার পণ্য ধ্বংস করা হবে। এসব কনটেইনারে আদা, সুপারি, খেজুর, জুস, ক্যারোলা বীজ, মাছের খাদ্য ও মাছ রয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) থেকে প্রতিদিন হালিশহর এলাকার আনন্দবাজারে ১৫ থেকে ২০টি কনটেইনারের পণ্য ধ্বংস করা হবে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব কনটেইনারের পণ্য পরিবেশ সম্মত উপায়ে ধ্বংসের পরিকল্পনা রয়েছে কাস্টমসের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here