বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই এবং কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আগামীতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকগুলোয় জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। রবিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। জাতীয় ও ব্যাংকিং স্বার্থে সংবাদ বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য বিশেষ অনুরোধও করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংক খাত নিয়ে অপপ্রচার হচ্ছে। এ কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ব্যাংক খাতের প্রকৃত অবস্থা তুলে ধরতেই আমরা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছি।