অক্টোবরে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি পূর্বানুমানের চেয়ে বেশি খারাপ ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সম্প্রতি এক জরিপ প্রতিবেদনে এ কথা জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে তারা সাম্প্রতিক মাসগুলোয় পিএমআই (পারচেজিং ম্যানেজার ইনডেক্স) সূচকের খারাপ পরিস্থিতির কথাও তুলে ধরেছে।
অর্থনৈতিক পরিস্থিতির এই দুরাস্থার পেছনে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবিলায় বিভিন্ন দেশ কর্তৃক গৃহীত কঠোর মুদ্রানীতি অন্যতম কারণ বলে উল্লেখ করেছে আইএমএফ। এছাড়া চীনের দুর্বল প্রবৃদ্ধি, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে সাপ্লাই চেইনের প্রতিবন্ধকতা ও খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তাও প্রভাব ফেলেছে। ২০২৩ সালের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস আগের ২ দশমিক ৯ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৭ শতাংশে নিয়ে এসেছে।
আইএমএফ বলেছে, ইউরোপে খারাপ হতে থাকা জ্বালানি সংকট প্রবৃদ্ধির পথে বড় ক্ষতি করতে পারে এবং মূল্যস্ফীতি বাড়াতে পারে। এর ফলে যেমন সুদহার বাড়তে পারে, সেই সঙ্গে কঠিন রূপ ধারণ করতে পারে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি। আইএমএফ বলছে, এমনটি হলে ঝুঁকিতে থাকা দেশগুলোর সার্বভৌম ঋণ সংকট বাড়তে পারে।