বিশ্বের প্রথম পূর্ণ আকৃতির শিপ টানেল নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে নরওয়েজিয়ান কোস্টাল অ্যাডমিনিস্ট্রেশন। প্রকল্পটিতে কাজ করার জন্য সংশ্লিষ্ট অবকাঠামো সরবরাহকারীদের কাছ থেকে প্রপোজাল আহ্বান করেছে কর্তৃপক্ষ।
নরওয়ের নির্মীয়মান এই টানেলের নাম রাখা হয়েছে স্টাড শিপ টানেল। দেশটির উপকূলীয় স্টাড পেনিনসুলার প্রতিকূল পরিবেশে জাহাজের নিরাপদ চলাচলের সুযোগ করে দিতেই টানেলটি নির্মাণ করা হচ্ছে। এই এলাকায় বছরের প্রায় ৩০ শতাংশ সময়ে ঝোড়ো আবহাওয়া থাকে। গত আট দশকে সেখানে আনুমানিক ৩৩ জন নাবিক প্রাণ হারিয়েছেন।