ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় মূল্যের পতন অব্যাহত রয়েছে। অস্থিতিশীল রয়েছে জ্বালানির বাজারও। ফলে আমদানিতে বেশি অর্থ গুনতে হচ্ছে জাপানকে। এতে করে রেকর্ড ভেঙে চলেছে দেশটির বাণিজ্য ঘাটতি। অক্টোবরে টানা ১৫তম মাসের মতো রপ্তানি ও আমদানির মধ্যকার ব্যবধান ঊর্ধ্বমুখী রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির।
জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুসারে, অক্টোবরে জাপানের বাণিজ্য ঘাটতি ২ লাখ ১৬ হাজার কোটি ইয়েনে (১ হাজার ৫০০ কোটি ডলার) উন্নীত হয়েছে। এ সময়ে দেশটির রপ্তানির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ কোটি ইয়েন (৬ হাজার ৪০০ কোটি ডলার)। বিপরীতে এ সময়ে আমদানি ৫৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১ লাখ কোটি ইয়েনে (৭ হাজার ৯০০ কোটি ডলার) উন্নীত হয়েছে।
বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধির মধ্যে জাপান জ্বালানি ও খাদ্য আমদানিতে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এতে করে দেশটির আমদানি ব্যয় অনেকটা বেড়ে গেছে, যার হার রপ্তানি বৃদ্ধির হারের দ্বিগুণের বেশিতে উন্নীত হয়েছে।