ভারতের ২৩তম বৃহৎ বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ

ভারতের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৩তম। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ভারতের রপ্তানির পরিমাণ ছিল ৬ হাজার ৬৬৩ মিলিয়ন ডলার। বিপরীতে বাংলাদেশ থেকে ভারতের আমদানির পরিমাণ ছিল ১ হাজার ৬৮ মিলিয়ন ডলার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

ভারতের বাণিজ্যিক অংশীদারদের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর তেল আমদানি বৃদ্ধির ফলে রাশিয়া এখন ভারতের পঞ্চম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর সময়কালে এই অবস্থানে চলে এসেছে রাশিয়া। গত অর্থবছরে দেশটির অবস্থান ছিল ২৫তম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here