মধ্য ভারত মহাসাগরের বুকে অবস্থিত কাগোস দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে যুক্তরাজ্য ও মরিশাসের মধ্যে। অবশেষে এই বিরোধ নিরসনের সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেমস ক্লেভারলি জানিয়েছেন, কাগোস দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ হস্তান্তরের বিষয়ে তাদের সঙ্গে মরিশাসের আলোচনা শুরু হয়েছে।
আলোচনা সফল হলে যুক্তরাজ্য দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ মরিশাসের হাতে তুলে দেবে। এতে কৌশলগত গুরুত্বপূর্ণ ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি (বিআইওটি) যুক্তরাজ্যের নিয়ন্ত্রণমুক্ত হওয়ার পথে একধাপ এগিয়ে যাবে।