চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (এপ্রিল-অক্টোবর) ভারতের বাণিজ্য ঘাটতি দ্বিগুণের কাছাকাছি পর্যায়ে উন্নীত হয়েছে। আলোচ্য সময়ে দেশটির বাণিজ্য ঘাঁটতি দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪৬ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতির পরিমাণ ছিল ৯ হাজার ৪১৬ কোটি ডলার। এ হিসাবে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৮৪ দশমিক ২২ শতাংশ।
সাত মাসে ভারতের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৪ হাজার ৪৭৪ কোটি ডলার, বছরওয়ারি যা ১৯ দশমিক ৫৬ শতাংশ বেশি। এ সময়ে দেশটির আমদানি ৩৩ দশমিক ৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩২৬ কোটি ডলার।
এদিকে অক্টোবরে ভারতের রপ্তানির গতি ঊর্ধ্বমুখী রয়েছে। গত মাসে দেশটির রপ্তানি আয় ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৮৩৬ কোটি ডলারে উন্নীত হয়েছে। এ সময়ে দেশটির আমদানি দাঁড়িয়েছে ৭ হাজার ৩০০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে তুলনায় ১১ দশমিক ৮২ শতাংশ বেশি।