ব্যবসায় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)। ভারত মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে ও ব্যাপ্তি লাভ করেছে সংগঠনটি। তাই এ মহাসাগরকে কেন্দ্র করে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রবিবার রাজধানীর একটি হোটেলে আইওআরএ’র রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত আইওআরএ বিজনেস ফোরাম লিডারশিপ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দিন, আইওআরএর মহাসচিব সালমান আল ফারিসি, সিএসিসিআইয়ের সভাপতি সামির মোদি ও বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আহমেদ আল হামুদি প্রমুখ।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আইওআরএ সংগঠনটি ভারত মহাসাগরের মতো একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে গড়ে উঠেছে। টেকসই সংলাপ ও সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা আনতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। আমাদের সুপ্ত ও স্পষ্ট সম্ভাবনা বিকাশের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিজনেস প্লাটফর্ম হতে কাজ করছে আইওআরএ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভারত মহাসাগরের গুরুত্ব খুব বেশি। কারণ এটি সম্পদে প্রাচুর্যপূর্ণ। সবচেয়ে বেশিসংখ্যক লোক এ মহাসাগরের তীরে বসবাস করে। ভূরাজনৈতিক দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সামিটের প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এটি অত্যন্ত ভালো উদ্যোগ। আমরা বিভিন্ন দেশের অনেক বড় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মিলিত হতে পেরেছি। বাংলাদেশের জন্য এ আয়োজন গুরুত্বপূর্ণ। আমরা আইওআরএ প্লাটফর্মের কার্যকর ভূমিকার মাধ্যমে বর্তমান বৈশ্বিক সংকট পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারব। যেহেতু এর সদস্যগুলো ভারত মহাসাগরের সঙ্গে সম্পর্কিত, তাই তারা এ মহাসগরের অপার সম্ভাবনাকে কাজে লাগাবে বলে আমি মনে করছি। সদস্য দেশগুলো ভারত মহাসাগরকে ব্যবহার করে ভালো যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে এবং বাণিজ্য ব্যয় কমিয়ে আনবে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আহমেদ আল হামুদি বলেন, আইওআরবিএফের সদস্য দেশ হিসেবে আমরা পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে প্রাধান্য দিই। ব্যবসা প্রবৃদ্ধির জন্য আজকের আলোচনা থেকে আমরা একটি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করব। উন্নতি ও প্রবৃদ্ধির জন্য আমরা একসঙ্গে কাজ করব।