চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি সিনোপেককে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ২৭ বছর মেয়াদি চুক্তি করেছে কাতারএনার্জি। এটি এখন পর্যন্ত এলএনজি ক্রয়-বিক্রয়সংক্রান্ত সবচেয়ে দীর্ঘমেয়াদি চুক্তি।
কাতারের রাজধানী দোহায় এই চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিটির অধীনে চীনের সিনোপেক কোম্পানির কাছে ২৭ বছরে ৪০ লাখ টন এলএনজি সরবরাহ করবে কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানিটি।
গত ফেব্রæয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এলএনজির বাজারে প্রতিযোগিতা তীব্র হয়ে ওঠে। বিশেষ করে ইউরোপে গ্যাসের প্রধান রপ্তানিকারক দেশ ছিল রাশিয়া। কিন্তু সামরিক আগ্রাসনের জেরে বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় দেশটি। ফলে গ্যাস সংকটের মুখোমুখি হয় ইউরোপ।